ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ মুল বিষয়বস্তু তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক জিএম আব্দুস সালাম ও এম এ এরশাদ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জাহিদুর রহমান বিপ্লব, এস রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, শেখ এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক, মাহাবুবুর রহমান, আব্দুর রশিদ এলিন, আব্দুল মজিদ, সুমন ব্রহ্ম প্রমুখ।
উল্লেখ্য যে, আজ বুধবার বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ব্যাপি গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। যার অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের পাঁচপোতায় ৩৫ টি, রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল আবাসনে ৩৫ টি, শোলগাতিয়া আবাসনে ৭০ টি, আটলিয়া ইউনিয়নের বরাতিয়া আবাসনে ৩০ টি, শোভনা ইউনিয়নের চিংড়া আবাসনে ২৩ টি ও গুটুদিয়া ইউনিয়নের রায়েরমহল আবাসনে ৭ টি মোট ২’শ পরিবারকে এ গৃহ প্রদান করা হবে।