ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ী চালানোর অপরাধে এক চালককে ১০ দিনের কারাদন্ড প্রদান ও বিভিন্ন গাড়ি থেকে ৫ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্র্যামমান আদালতে রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানাযায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মনোয়ারা মার্কেটের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে খুলনা, সাতক্ষীরা, ঢাকাগামী সকল পরিবহনের কাগজ পত্র চেক করা হয়। এ সময় গাড়ীর কাগজপত্র ত্রুটিপূর্ণ ও ফিটনেস বিহীন থাকা গাড়ীর চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদ- প্রদান করা হয়। ভ্র্যামমান আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ ও ৪ এর -১ এবং ২ ধারা লংঘনের অপরাধে ১জনকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে এবং বিভিন্ন গাড়ী থেকে ৫ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করে। এ সময উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুজার হুসাইন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহ, ও থানা পুলিশ প্রশাসনের সদস্যরা।
ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে বাস চালকের কারাদন্ড, জরিমানা আদায়
পূর্ববর্তী পোস্ট