গত ৮ আক্টোবর দৈনিক সাতনদী পত্রিকায় চার পাতায় সাতক্ষীরা ভিশনের বিরুদ্ধে দেবহাটায় ডিষ সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল লুট শীর্ষক একটি খবর প্রকাশিত হয়।
দেবহাটার সখিপুর মোড়ের গোল্ডেন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর মালিক শেখ আশফাকুল ইসলামের দেয়া তথ্য মতে খবরটি লেখা হয়। এ ঘটনায় সাতক্ষীরা ভিশনের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র পাঠিয়ে বিষয়টি অনুসন্ধান পূর্বক প্রকৃত খবর ছাপানোর জন্য অনুরোধ করা হয়েছে।
সাতক্ষীরা ভিশনের পক্ষ থেকে প্রকাশিত খবরটি সঠিক নয় দাবি করা হয়েছে। ঘটনাটির জন্য নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন। প্রকৃত ঘটনা তুল ধরে বিষয়টির ওপর প্রতিবেদন আসছে শিঘ্রই।