এস,এম, মুকুল, ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি: সদর উপজেলার ডি,বি ইউনাইটেড হাইস্কুল হতে (১লা জানুয়ারী) বুধবার সকাল ১১টায় যখন সকল ছাত্র-ছাত্রীরা ব্ই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথী সাতক্ষীরা,স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মো:হুসাইন শওকতের বক্তব্য শুনতে ব্যস্ত ঠিক তখন্ই মনুষত্যহীন এক শ্রেনীর মানুষ ভালো কথা শোনা বাদ দিয়ে চুরির কাজে ব্যস্ত।এ যেন চোরে না শোনে ধর্মের কাহিনী। এই চোরের ছবিটি স্কুলের সি,সি,টিভির ফুটেজ থেকে পাওয়া যায়। যে সাইকেল চড়ে কোমল মতি শিক্ষার্থী শিক্ষা গ্রহন করতে বিদ্যালয়ে আসে তাদের যাতায়াতের বাহন যারা চুরি করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এলাকার সুশিল সমাজ। চুরি যাওয়া সাইকেলটি হলো নবম শ্রেণীর ছাত্রী ফতেমা খাতুনের।