নিজস্ব প্রতিবেদক: জেলার তালা উপজেলা থেকে ১শ পিচ ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তালার চাপানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. আসাদুল মোল্লা (৪৩)। তিনি কলারোয়া উপজেলার কুমারনল গ্রামের মৃত আনিস উদ্দিন মোল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আহম্মদ কবির, এএসআই মো. মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তালার চাপানঘাট এলাকায় অভিযান চালিয়ে আসাদুল মোল্লা নামের এক পেশাদার মাদক চোরাকারবারিকে ১শ পিচ ইয়াবাসহ আটক করে। আটক আসামির নামে দশটি মাদক মামলা চলমান রয়েছে। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করাহয়েছে বলেও জানান তিনি।