শেখ আলী ইমরান: সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টারদিকে সাতক্ষীরার কলারোয়া কাজিরহাট বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক এর সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (৩২)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়। এসময় আসামীকে ৩ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৫।
ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক এক
পূর্ববর্তী পোস্ট