
সাতনদী ডেস্ক: ৫শ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের মেইন গেটের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত যুবক মো. রেজাউল হোসেন (২৫) শহরের পলাশপোল এলাকার গোলাম মোস্তফার ছেলে। এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শিমুল হালদার, এএসআই (নিঃ) মাঈনুল হাসন ও এএসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মামলা নং-২৮।