নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাহামুদুল হক @বাবু(৪২) কে আটক করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা বাজারস্থ আল-মোবারকা জুয়েলার্স দোকানের মধ্যে হতে ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি পাথরঘাটা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান’র সার্বিক তত্ত্বাবধানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযানে ত ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সাতক্ষীরা থানার মামলা নং-২৩, তারিখ- ১১/০৯/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬ ১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।