সংবাদদাতা:
সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী আটক হয়েছে। আটককৃতের নাম মো: সজিব হোসেন গাজী। সে দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া ইউনিয়নের মোস্তাক গাজীর পুত্র।
ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম এঁর দিক নির্দেশনায় ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির পরিদর্শক হারাণ চন্দ্র,এসআই আহম্মদ কবির,এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই জামাল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন প‚র্ব কুলিয়া সাকিনস্থ জনৈক অনিল ঘোষের বাড়ীর সামনে কুলিয়া বাজার টু পুটিমারী গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ঐ যুবক কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। যাহার মামলা নং-০৮,তারিখ- ২৪/০৯/২০২৪ খ্রি:। ওসি ডিবি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।