নিজস্ব প্রতিবেদক:
সারা বিশ্ব জুড়ে চলছে করোনা মহামারি। এমন সংকটময় পরিস্থিতিতে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সার্বিক ব্যাবস্থাপনা ও আয়োজনে ভাড়াশিমলা ইউনিয়নের দুঃস্থ্য, অসহায়, শ্রমজীবী ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব এম এ মান্নান, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান, এমপি প্রতিনিধি আব্দুল খালেক, সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক ইউসুফ হোসাইন মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,ভাড়াশিমলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার আহমদ আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার সামসুর রহমানসহ উক্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।