নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইটাগাছায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শহরের ইটাগাছা ওয়াপদা মোড়স্থ সেবা চিকিৎসালয়ে (মরহুম ডাক্তার আনিছুর রহমান এর চেম্বার) প্রয়াত ডাক্তার আনিসুর রহমানের ছাত্র ও সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক অনির্বান সরকারের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও ইসলামের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন সিএন্ডবি জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইটাগাছা ওয়াপদা জামে মসজিদের খতিব মাও. মো. মঈনুদ্দীন। এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার মো. আব্দুল গফফার, মরহুমের বড় ছেলে মো. রবিউল ইসলাম, ছোট ছেলে মো. আমিনুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত চিকিৎসকবৃন্দ, ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রয়াত ডাক্তার আনিসুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন সেবা চিকিৎসালয়ের বর্তমান পরিচালক গ্রাম ডা. অনির্বান সরকার। প্রতি বছর ডাক্তার আনিছুর রহমানের মৃত্যুর দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এধরনের সেবামূলক কাজ করে চলেছেন গ্রাম ডাক্তার অনির্বান সরকার। এমন মহতী কর্মকান্ডের জন্য এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন ডাক্তার অনির্বান। উল্লেখ্য, ডা. আনিছুর রহমান ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।