নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মরহুম ঠিকাদার খন্দকার আলী হায়দারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বাদ আছর পৌরসভার ১নং ওয়ার্ডের শাহী মসজিদে জেলা ঠিকাদার সমিতি (এলজিইডি, জেলা পরিষদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) সাতক্ষীরা’র আয়োজনে জেলা ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুস সবুর’র সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, জেলা ঠিকাদার সমিতির সহসভাপতি আলহাজ¦ এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, ঠিকাদার এস.এম শওকত হোসেন, ঠিকাদার আসাদুজ্জামান সেলিম, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, আশরাফুল কবির খোকন, মীর মোশারফ হোসেন মন্টু, জুলফিকার আলী, মরহুমের পুত্র খন্দকার মোস্তফা বিন হায়দার প্রমুখ। ঠিকাদার মরহুম খন্দকার আলী হায়দারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান। এসময় জেলা ঠিকাদার সমিতির সদস্য ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।