
কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে একটি মৎস হ্যাচারীতে শত্রæতামূলকভাবে বিষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী টিকেট গ্রামের মহসীন, বিধান ও উত্তমা রাণী মন্ডল জানান, গত সোমবার সন্ধ্যা আনুমানিক সাত টার দিকে একই এলাকার সাগর মন্ডলের পুত্র নারায়ণ মন্ডলকে টিকেট পূর্ব পাড়ার কেশর মন্ডলের পুত্র দিপঙ্কর মন্ডলের মৎস হ্যাচারীতে বিষ জাতীয় কিছু দিতে দেখি।এ সময় আমরা নারায়ণ মন্ডলকে কী দিয়েছে জিঙ্গাসা করলে সে তার কাছের গামছা ফেলে পালিয়ে যায়।পরে দীপঙ্কর মন্ডল এসে দেখেন তার হ্যাচারীর সকল মাছ মারা গেছে।এব্যাপারে দীপঙ্কর মন্ডল দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।