নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেটে লোকাল গভন্যান্স সাপোট প্রোজেক্ট-৩ অংশগ্রহনমূলক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২১অক্টোবর) বিকাল ৪টায় টিকেট মৎস্য সেট চত্ত¡রে উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশুতোষ সরদারের সভাপতিত্বে ও কুলিয়া ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ভরত চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান(খান) ও ইউপি সদস্যা শ্যামলী রাণী। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুলিয়া ইউনিয়নের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে আমি সর্বদা ইউনিয়নের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। কুলিয়া ইউনিয়নে যারা অবহেলিত, নিস্পোষিত ও নীপিড়ীত তাদের জিম্মী দশা ও নির্যাতনের হাত থেকে মুক্ত করতে এবং শান্তি ও অধিকার নিয়ে বাঁচার স্বপ্ন পূরন করতে কাজ করে যাচ্ছি। আমি কুলিয়া বাসির সার্বিক মঙ্গল কামনা করি এবং আগামীতে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক দিলীপ কুমার মন্ডল, প্রাক্তন শিক্ষক নিলপদ, বিমল কুমার দাশ, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার মিঠুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ওয়ার্ডবাসীর সাথে উন্মুক্ত আলোচনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
টিকেটে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট