সাতনদী অনলাইন ডেস্ক: ২০২০ সালের অক্টোবরে টিকটকে ভিডিও দেওয়া শুরু করেন অনামিকা ঐশী। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান তিনি। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ঐশীর টিকটকে বর্তমানে ফলোয়ার সংখ্যা প্রায় আড়াই মিলিয়ন।
সামাজিক মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পাওয়া বরিশালের মেয়ে ঐশী এবার সিনেমায় পা রাখছেন। আবু তাওহিদ হিরণ পরিচালিত 'সংশয়ী' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন গায়ক শেখ সাদী।
সংবাদমাধ্যমকে ঐশী জানান, এর আগে আমি মাবরুর রশিদ বান্নাহ'র একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। তারপর এই সিনেমার প্রস্তাব পান। সিনেমার কাজটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঐশী বলেন, আমার মনে হয়েছে গল্পটা শুধু আমার জন্যই। গল্পটা শুনেই রাজি হয়ে গেছি।
'সংশয়ী' সিনেমায় 'দিবা' চরিত্রে অভিনয় করবেন অনামিকা ঐশী। আর সাদিকে দেখা যাবে 'অনি' চরিত্রে।
২০ মে থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার চিত্রায়ন হওয়াও কথা রয়েছে।