সাতনদী অনলাইন ডেস্ক: সৈকত নাসির পরিচালিত বহুল আলোচিত ‘মাসুদ রানা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চলতি সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। এতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এই নায়িকা বলেন, সিনেমাটির দৃশ্যধারণ হচ্ছে চট্টগ্রামে। ১লা মার্চ থেকে শুটিং শুরু করেছি। প্রথম লটে টানা ১৪ দিন শুটিং হবে। খুব ভালো আয়োজনে কাজ চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিনেমা আগে কখনো হয়নি। অনেক বড় টিম।
৩ কোটি ৫০ লাখ টাকায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর জন্য একেবারে নতুন লুক নিয়েছি। পূজা আরো বলেন, সিনেমাটির শুটিংয়ের আগে প্রস্ততি নিতে বেশি সময় নিয়েছি। সেটা এক বছরের বেশি হবে। যার কারণে অনেক বেশি আত্মবিশ্বাসী। ভয় কম কাজ করছে। এক কথায় কাজটা উপভোগ করছি। সবাই দোয়া করবেন। এর আগে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘হৃদিতা’র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা। ছবিটিতে এবিএম সুমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। এই সিনেমাটিতে কাজ করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে বলেও জানালেন এই নায়িকা।পূজা চেরি শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও নিজেকে এখন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ‘মাসুদ রানা’র শুটিং শুরুর আগে একই পরিচালকের ‘ক্যাশ’- শিরোনামের আরো একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। যেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে কাজ করবেন এ নায়িকা। এদিকে পূজা অভিনীত ‘শান’, ‘জিন’ আর ‘সাইকো’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে। বেশ আশাবাদী হয়ে নায়িকা বললেন, এই কাজগুলো খুব ভালো হয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে আমার প্রতি দর্শকদের নতুন ধারণা তৈরি হবে।
টানা শুটিংয়ে পূজা
পূর্ববর্তী পোস্ট