আব্দুল্লাহ্ আল মাহফুজ : উঠতি বয়সী তরুণীদের সঙ্গে খোলামেলা মেলা-মেশা। হাতেনাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে গণধোলাই খেয়ে শহরের আসাদুল চেয়ারম্যানের মার্কেট থেকে বিদায়। বলছি, শহরের মেয়ে কামরুল ওরফে টাউট ও চটা কামরুল খ্যাত এসকে কামরুল হাসানের কথা। বর্তমানে শহরের পাসপোর্ট অফিসের পাশে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে সাইনবোর্ড দিয়েছে নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালের। নাম দৈনিক সাতক্ষীরার বার্তা। তিন হাজার টাকা খরচ করেই সম্পাদক বনে গেছেন সাংবাদিক নামধারী টাউট চটা কামরুল হাসান। সেখানেই অফিস নামে চলছে চাঁদাবাজি আর তরুণী নিয়ে আড্ডা।
প্রশাসনের সামনেই দেদারসে এসব কার্যক্রম চললেও সাংবাদিক নামধারী হওয়ায় নির্বিকার প্রশাসন। তবে প্রকৃত সাংবাদিক সমাজের পক্ষ থেকে এসব টাউট বাটপারদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।
একটি টিভির পরিচয় দিয়ে পাটকেলঘাটা বাজারের ওভারব্রিজ এলাকায় এক যুবকের সঙ্গে এক তরুণীর পরিচয় করিয়ে দেয় টাউট কামরুল হাসান। এরপর বেশ কয়েকদিন মোবাইল ফোনে সেই তরুণী ওই যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর কৌশলে ওই যুবকের মোবাইল ছিনতাই করে নেয় ওই তরুণী। যার নেপথ্যে ছিল প্রতারক কামরুল হাসান।
ওই যুবক জানান, কামরুল আমার সঙ্গে একটি টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে একটি মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর মেয়েটি আমার নম্বর নিয়ে কল করতে থাকে। বেশ কয়েকদিন কথা বলার পর জানায় আপনার সঙ্গে যে কথা হয়েছে সব রেকর্ড করে রেখেছি। এরপর আমার কাছে টাকা দাবি করে। পরে দেখা করার কথা বলে আমার মোবাইলটি ছিনিয়ে নেয়। নেপথ্যে ছিল এই টাউট কামরুল হাসান। তরুণীদের ব্যবহার করে এভাবে বিভিন্ন মানুষদের হয়রানি ও সর্বস্ব করে দেয়া হয়। পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতির কাছ থেকেও প্রতারণা করে টিভিতে ইন্টারভিউ দেখাবে এসব কথা বলে তিন হাজার টাকা হাতিয়ে নেয়। সেখানেও ব্যবহার করা হয় এক তরুণীকে।
তথ্য নির্ভর একটি সংবাদ গত পহেলা জানুয়ারি দৈনিক সাতনদী পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সংবাদটি প্রকাশ হওয়ার পর দৌড়ঝাপ শুরু হয় টাউট চটা কামরুল হাসানের। এক সময়ে শিবিরকর্মী কামরুল প্রশাসনের নজরদারি থেকে বাঁচতে সাংবাদিকতার পরিচয়ে ভিন্নভাবে লোকসমাজে আর্বিভূত হয়। সাংবাদিকতার নামে বর্তমানে চলছে রমরমা চাঁদাবাজি ব্যবসা। বৈধ আয়ের কোন উপায় না থাকলেও অফিস ব্যয় কিভাবে চলে ? স্টাফ তরুণীরা কিভাবে ম্যানেজ হয় এসব প্রশ্ন জনমনে। গোপন সুত্রে জানা গেছে, যেকোন মুহূর্তে প্রশাসনের অভিযান চলবে অবৈধ এ চাঁদাবাজির অফিসে।