বিনোদন ডেস্ক:
বিশেষ চরিত্র বা ক্যামিও নয় এবার এক ছবিতেই মুখোমুখি হচ্ছেন দুই বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসাথে দেখা যাবে দুই খান। আগামী বছরের ২৪ জানুয়ারি সিনেমাটির শ্যুটিং শুরু হবে।
২০২২ সালের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দেন শাহরুখ খান। অন্যদিকে সালমানের ‘টাইগার’ চরিত্রটিও দারুণ জনপ্রিয়। তাই দুই তারকাকে একসাথে পর্দায় আনতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তাদের ব্যানারেই আসছে ‘টাগার ভার্সেস পাঠান’।
তবে সিনেমাটি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না যশরাজ ফিল্মস। ধুমধাম করেই তারা সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়।
এ বিষয়ে এখনও সালমান ও শাহরুখের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি