সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামে আম্ফান ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতের লাইনম্যান আলিমুল ইসলাম নিহত হঢেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলিমুল ইসলাম (৩৫) কেশবপুর উপজেলা সদরের মূলগ্রামের বাসিন্দা। সে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান হিসেবে চাকুরিরত।
স্থানীয়রা জানান, বড়বিলা গ্রামে ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের সংযোগ তার মেরামতের সময় আকষ্মিক লাইনে বিদ্যুত সংযোগ দেওয়ায় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। উদ্ধার করে সাতক্ষীরা সসদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, বিদ্যুতের কাজ করতে গিয়ে লাইনম্যান নিহত হয়েছে। তবে বিস্তারিত জানি না।
সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা বলেন, ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের সংযোগ মেরামত করছিল লাইনম্যান আলিমুল ইসলাম। সেখানে কিভাবে মারা গেল আমরা তদন্ত করে দেখছি ঘটনাটি।
সংযোগ ছিল না হঠাৎ কিভাবে আসলো এমন প্রশ্নে তিনি বলেন, বিদ্যুত সংযোগে মারা গেল না স্ট্রোক করেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।