পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও অবস্থাপনার কারণে সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপার ভাঙ্গা হাঁড়িয়া বেড়িবাঁধ ঝুকিপূর্ণ। যেকোন সময় ভেঙ্গে গোটা সোলাদানা ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা। বাঁধটি সংস্কারের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
জানা গেছে, দ্বীপ বেষ্টিত সোলাদানা ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ আজও সংস্কার হয়নি। সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা হাঁড়িয়া বাঁধটি তিনবার সংস্কার করলেও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ এ বাঁধটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। ইউপি চেয়ারম্যান বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালেও কোন ফল পাওয়া যায়নি। দ্রুত সোলাদানা হতে বয়ারঝাপা পর্যন্ত ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার না করলে ঝুকির মধ্যে রয়েছে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন জানান, সংবাদ পেয়ে ঝুকিপূর্ণ ভাঙ্গা হাঁড়িয়ায় লোকজন পাঠিয়ে বাঁধের ব্যবস্থা করেছি।
সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক জানান, আমার ইউনিয়নের ভাঙ্গা হাঁড়িয়ায় তিনবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছি। তবুও রাখা যাচ্ছে না। সরকারি সহায়তা ছাড়া এ বাঁধ রক্ষা করা সম্ভব নয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বেড়িবাঁধটি ঝুকিপূর্ণ শুনেছি। সাথে সাথে আমার উপ-সহকারী ফরিদকে পাঠিয়েছি। গোন চলে যাওয়ার পর জিও ব্যাগ দিয়ে এখানে আমি ভাল করে কাজ করব।