
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে মহানুভবতার দেয়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ইয়ারব হোসেন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা সুবীর কান্তি ঘোষ, যুবলীগ নেতা আব্দুর রশিদ, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, কলেজ ছাত্রী মীম, আরিফ হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ারব হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত।বাড়িতে যদি কোন কাপড় থাকে আপনি এখানে দিন। আপনার প্রয়োজন হলে এখান থেকে নিন । ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এটি তৈরি করা হয়েছে। গাছের পাঠশালা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহযোগিতায় মহানুভবতার দেয়ালের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।