
জহিরুল ইসলাম শাহিন: দীর্ঘ দিনেও সংষ্কার হয়নি ঝাউডাঙ্গা বাজারের কাঠের ব্রীজটি। ঝুঁকিপূর্ণ এ ব্রীজে যে কোন সময় অঘটন ঘটতে পারে। বল্লী, আমতলা, নারানপুর, হাজীপুর, দক্ষিণ পাথরঘাটা গ্রামের একমাত্র রাস্তাটির মাঝে এ ব্রিজটি যমদূত হয়ে দাড়িয়েছে।
বেতনা নদীর উপর এ কাঠের সেতু অবস্থিত। প্রায় ৭/৮ বছর আগে এলাকার মানুুষের সার্বিক সহযোগীতায় বেতনা নদীর উপর ব্রীজটি নির্মান করা হয়েছিল। শুধুমাত্র ঝাউডাঙ্গা বাজারের সাথে ওই গ্রাম গুলির জনগণ অনায়েশে ব্রীজের উপর দিয়ে ভাল ভাবে বাজারে পৌঁছাতে পারে এবং বাজার থেকে পূণরায় বাড়ী ফিরতে পারে। সরেজমিনে ব্রীজে যেয়ে দেখা যায়, কোন ভাবে ব্রীজটি পার হবার উপযোগী নেই। অত্যন্ত ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছে। স্কুল কলেজের অসংখ্য ছাত্র ছাত্রীর ঐ ব্রিজ দিয়ে পার হয়। একটু অসচেতন হলেই বা অমনোযোগী হলেই যে কোন সময় অঙ্গহানির মত দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজের ভিতরে কাঠ গুলি নষ্ট হয়ে গেছে এবং মাঝে মাঝে অনেক কাঠ নাই। কিছু আবার এতটা ফাঁকা যে পা গলে যায়।
স্থানীয়রা ওই ব্রিজটি দ্রুত মেরামতের পদক্ষেপ গ্রহণ করার জন্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির দৃষ্টি আকর্ষণ করেছেন।