নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রকিবুল ইসলামের পিতা ফজলুল হক(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি....রাজিউন)। মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল চার টায় মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম রকিবুল ইসলামের নিজস্ব বাড়ি মেহেরপুর জেলার গাংনীতে। তার পিতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে তিনি জানান। মৃত্যুকালে ফজলুল হকের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকালে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। তার মৃতে শোকজ্ঞাপন করেছেন ঝাউডাঙ্গা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঝাউডাঙ্গা পাপড়ী এগ্রো লিঃ এর স্বত্বাধিকারী মাসুদুর রহমান ও তার সহধর্মিণী নূর নাহার বিউটি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজ প্রমূখ।