
সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদরের ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিনের মাতা বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মরহুমার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”