
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৩১জন উপকারভোগীর মাঝে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নাধীন ২০২৫-২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে এই কার্ড ও চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, জাহিদ ইকবাল, আলী বকস মন্ডল, আজাদ, ছিদ্দিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আজহারুল ইসলাম বাবলু, রবিউল ইসলাম ও মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কর্মসূচি অন্যতম প্রধান একটি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী টানা দুই বছর প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি হারে চাল পাবেন। এটা একটা পরিবারের জন্য বড় সাপোর্ট। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। পরিবারের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে। কিশোর-কিশোরীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্য বিবাহকে না বলতে হবে। তাহলেই সরকারের এই কর্মসূচির সফলতা অর্জিত হবে।