নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ই নভেম্বর বৃহস্পতিবার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ভ‚মি অফিস কার্যালয়ের সামনে ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম'র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান বিশ্বাস, মোঃ রোকনুজ্জামান, মোঃ জাহাঙ্গীর, প্রভাষক কামাল হোসেন, শেখ আব্দুল শেখ প্রম‚খ।
জনসভায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, '৫ বছর ইউনিয়নের দায়িত্বে থাকাসহ জনগণের সুখে দুঃখে সকল সময় পাশে থেকেছি। তাছাড়া ইউনিয়নের চেয়ারম্যান থাকা কালিন এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। ইউনিয়নের আর যে অসমাপ্ত কাজ গুলো রয়েছে তা সম্পন্ন করার সুযোগ চেয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান তিনি।' জনসভায় দলমত নির্বিশেষে হাজারো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ শেখ আবদুল্লাহ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল বারী।