নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের জনপ্রিয় নেতা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম গণসংযোগ করেছেন। সোমবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের মাধবকাটি, বলাডাঙ্গা, ছয়ঘরিয়া, ছাতিয়ানতলা ও আমরাবতী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, মনিরুল ইসলাম, ফিরোজ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তিনি গরীব অসহায় মানুষের খোঁজ খবর নেন। গণসংযোগকালে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদকে আধুনিক ও জনবান্ধন পরিষদ গড়ার লক্ষ্যে আগাচ্ছি। গণসংযোগে জনগণের ভালো সাড়া পাচ্ছি। বিগত দিন গুলো যেমন মানুষের বিপদে-আপদে পাশে থেকেছি, তেমন ভাবেই থেকে যাবো। আর ভোটাররা যদি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, তাহলে আমি বিজয়ী হব 'ইনশাল্লাহ'। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।