নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের ৩নং ওর্য়াড ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষের মা সুবলা ঘোষ(৮৫) বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছে। বুধবার বেলা ১১ ঘটিকায় নিজ বাসভবনে পরলোক গমন করেন। তার মৃত্যুতে শেষবারের মত দেখতে ছুটে যান ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দিন, ইউপি সচিব হাবিবুর রহমান, পাপড়ী এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, মহাশ্মশান মন্দির কমিটি সাধারণ সম্পাদক জয়দেব কুমার ঘোষ, সিনিয়র যুবলীগ নেতা সোহরাব হোসেন সাজুসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি তার পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বিকালে ঝাউডাঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ঝাউডাঙ্গায় মেম্বার বিমলের মায়ের পরলোক গমন
পূর্ববর্তী পোস্ট