
নিজস্ব প্রতিবেদক: পলিথিন দিয়ে বালু ঢেকে রাখা শর্তেও বালুর উপর ছাগল উঠাকে কেন্দ্র করে ছাগলের মালিকসহ পাঁচ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন গোবিন্দকাটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের প্রবাসী শাহারুল ইসলামের স্ত্রী রুমি বেগম(৩২) বাদি হয়ে একই গ্রামের সামাদ সরদারের ছেলে আক্তারুল ইসলাম(৩৪) কে প্রধান আসামী করে ও তার ভাই আজারুল ইসলাম(২৮) ও আক্তারুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম(৩২) ও আবুল সরদারের মেয়ে ঝরনা বেগম(৩০) ও সামাদ সরদারের স্ত্রী আনোয়ারা বেগম(৫৭) এর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। বাদি রুমি বেগম এজাহারে উল্লেখ করেন পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আমার পরিবারের সাথে আসামীগণ শত্রুতা পোষন করে চলে। সম্প্রতি পলিথিন দিয়ে বালু ঢেকে রাখা অবস্থায় আসামী আক্তারুলের ছাগল বালুর উপর উঠে ক্ষয়ক্ষতি করিবার সময় ছাগল তাড়িয়ে দেওয়ায় আসামীগণ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। আমার স্বামী বিদেশে থাকার সুবাদে আমাদের কে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করায় পায়তারা চালিয়ে যাচ্ছে আসামীগণ। এমতাবস্থায় গত ইং ৩১/০৭/২০২১ তারিখে উক্ত আসামীগণ আমার বসত বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে আসামীগণ ছুটে এসে আমাকে ও আমার ছেলে রাসেল(১৬) কে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। তখন আমাদের ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই অহিদুল ইসলাম জানান, সোমবার বিষয়টি তদন্তে যেয়ে মারপিটের সত্য প্রমান মিলেছে। আজ দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। যদি মিমাংসা না হয় তাহালে মামলা রেকর্ড করে আসামীদের গ্রেফতার করা হবে।