নিজস্ব প্রতিবেদক: সদরের ঝাউডাঙ্গায় জমি জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব্যাংকার কার্ত্তিক চন্দ্র ঘোষ বাদী হয়ে চারজনসহ আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে মঙ্গলবার ২৭ এপ্রিল মামলা দায়ের করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝাউডাঙ্গা ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মৃত তারাপদ ঘোষের ছেলে কার্ত্তিক চন্দ্র ঘোষের সাথে একই এলাকার সত্যপদ ঘোষের ছেলে অশোক কুমার ঘোষের বিরোধ চলছিল। শুক্রবার ২৩ এপ্রিল সন্ধা ৭ টার সময় অশোক ঘোষসহ কয়েকজন কার্ত্তিক ঘোষের বাড়িতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় কার্ত্তিক ঘোষ তাদের কথায় প্রতিবাদ করায় তারা তাকে বেধড়ক মারপিট, গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টাসহ লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্তভাবে জখম করে। এসময় কয়েকজন প্রতিবেশী কার্ত্তিককে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। মামলার এজাহার সূত্রে আরো জানা যায় আশোকের পরিবার অত্যন্ত দূর্দান্ত ও হিঃস্র প্রকৃতির যে এলাকার কাহাকেও গন্য করে না। এ ঘটনায় একই এলাকার সত্যপদ ঘোষের ছেলে অশোক কুমার ঘোষ(৩৮), অশোক ঘোষের স্ত্রী লাভলী ঘোষ(২৮), মৃত সুরেন্দ্র নাথ ঘোষের ছেলে সত্যপদ ঘোষ(৬৮) ও সত্যপদ ঘোষের স্ত্রী জখারী ঘোষ(৫২) সহ আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে ২৭.০৪ ২০২১ তারিখে সাতক্ষীরা সদর থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং - ৫২। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই মোঃ ওহিদুল ইসলাম জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।