
নিজস্ব প্রতিবেদক: ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াডের পাথরঘাটা এলাকায় তালা প্রতীকের মেম্বার প্রার্থী পিকুল হোসেনের বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওর্য়াডের নির্বাচনী এলাকা ঘুরে সন্ধ্যায় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তালা প্রতীকের মেম্বার প্রার্থী পিকুল হোসেনের পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সাবেক ইউপি সদস্য আঃ গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা দিদারুল শেখ,ইউপি সদস্য বিমল ঘোষ,হরেন্দ্র ঘোষ,রেজাউল ইসলাম,রানা,ও বাবু। এসময় বক্তারা বলেন, ইউনিয়নের ২নং ওর্য়াডের পাথরঘাটার উন্নয়ন বজায় রাখতে পিকুল হোসেনের জয়যুক্ত করার বিকল্প নেই। আশা করছি ১১ নভেম্বর তালা মার্কায় পিকুল হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ওয়ার্ডবাসী।