
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে ৫০০ পিচ ভারতীয় (ট্যাফেন্টা ডল) ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদর উপজেলা পাথরঘাটা গ্রামের রফিকুল ইসলামের পুত্র মাদক কারবারি ও ঝাউডাঙ্গা বাজারে পাকা পুলের মাথায় পপুলার ফাম্মের্সীর পরিচালক মো. আজমির হোসেন (৩১) কিছু দিন পুর্বে ভারত থেকে মাদকদ্রব্য ও নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাফেন্টা ডল) মজুদ করে তার নিজ বাড়ী থেকে দেশের বিভিন্ন স্হানে পাচার করছে। ওই সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টার দিকে তার বাড়ীতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০০ পিচ ভারতীয় (ট্যাফেন্টা ডল) নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। সে সাথে আটক করা হয় আজমির হোসেনকে। এলাকাবাসী জানান, সে দীর্ঘ দিন যাবত ঔষধের ফার্ম্মেসীর ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে।