
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা ঝাউডাঙ্গা মহাশ্মশান ও মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ,লীগ নেতা সুবির কান্তি ঘোষ (৬০) সোমবার সকাল ৭ টার দিকে দীর্ঘদিন চিকিৎসাধিন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ড কিডনি ডায়বেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি এলাকায় ভাল মানুষ ও সবার কাছে দাদাবাবু নামে পরিচিত ছিলেন। সোমবার বিকাল ৪ টায় ঝাউডাঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য কাজ সম্পন্ন করেন পরিবার। তার এই মৃত্যুতে আত্মার শান্তি কামনা ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা কল্যাণ ব্যানার্জি, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ, লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক আরশাফুজ্জামান বাবলু, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি সোহারব হোসেন সাজু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলোক কুমার ঘোষ, শ্মশান ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনিসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।