আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে এক ব্যাবসায়ীর ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঝাউডাঙ্গা বাজার এলাকার মৃত সুনীল কুমার ঘোষ এর ছেলে সঞ্জয় কুমার ঘোষ অভিযোগ করে বলেন, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মৌজার জে, এল, নং ৬৭, রেঃ সাঃ নং : ৬০ খতিয়ান নং ১, দাগ নং ৫৫ ডাঙ্গা মোট জমির পরিমাণ ০১৭৫ শতকা। যার পশ্চিমে বাজারের সরকারী টয়লেট, উত্তরে সরকারী রাস্তা, পূর্বে সোনালী ব্যাংক, দক্ষিনে পুকুর যা দীর্ঘদিন যাবৎ আমি সঞ্জয় কুমার ঘোষ ভোগ দখল করে আসছি। কিন্তু বেশ কয়েক দিন যাবত পার্শ্ববর্তী গোবিন্দকাটি গ্রামের মতি শেখ এর ছেলে আব্দুল খালেক এক শতক ৭৫ পয়েন্ট জমি জবরদখলের চেষ্টা করে আসছে। আশঙ্কা করা হচ্ছে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে রাতারাতি ওই জমি দখল করে ঘর নির্মাণ করবে। ইতিমধ্যে ওই জমির পাশে ঘর তৈরির জন্য পাকা খুটিসহ বিভিন্ন সরঞ্জাম এনে রেখেছে। এবিষয়ে বিভিন্ন সূত্রে জানতে পেরে শান্তিপূর্ণ প্রতিকারের আশায় সাতক্ষীরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছি। সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কাছে অভিযোগ দেওয়ার পর আব্দুল খালেক আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। সে জনসম্মুখে হুমকি দিয়ে বলেছে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটাবে। এব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।