নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা পাঁচটায় ঝাউডাঙ্গা কালী মন্দির চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আনোয়ার জাহিদ তপন, জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শফিফুজ্জামান বিপুর,জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বাবু, জাতীয় পার্টি সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহ-সাধারন সম্পাদক মোঃ ইফতিয়ার রহমান, সভাপতি শেখ আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য জাতীয় যুব সংহতি সাধারণ আবু তাহের। সমগ্র অনুষ্টানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঝাউডাঙ্গা ইউনিয়ন সভাপতি ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মতিয়ার রহমান। অনুষ্ঠানের বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নানা অন্যায়ে জর্জরিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণ করতে যেও দুর্নীতি করেছে। দ্রব্যমূল্যের দাম লাগামহীন। বহু মানুষ ঠিকভাবে তিন বেলা খেতে পারছে না। অনতি বিলম্বে মূল্যের দাম কমানোর দাবি জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে। কারো সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচন করবে না। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের সময় যে উন্নয়ন হচ্ছে তার সিকি ভাগ হয়নি এ সরকারের সময়। জাতীয় পার্টি সব সময় জনগণের সাথে ছিল আছে থাকবে। জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আমার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।