চীনের হংকংয়ে জন্ম নেওয়া অভিনেতা জ্যাকি চ্যানের দুইটি বিলাসবহুল ফ্ল্যাট নিলামে তোলা হয়েছে। বেইজিংয়ের ফ্ল্যাট দুটিতে জ্যাকি চ্যান ও তার পরিবার গত এক দশক ধরে বসবাস করে আসছিলেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, মালিকানা নিয়ে বিরোধের মধ্যেই ফ্ল্যাট দুটি নিলামে তোলা হয়েছে।
চীনা সংবাদমাধ্যমের খবরে শুক্রবার জানানো হয়, দোংচেং জেলার দুটি সম্পত্তি মিলিত লট হিসেবে ৭১ মিলিয়ন ইউয়ানে নিলামে তোলা হয়েছে।
কিংলিউ স্টুডিও’র খবরে বলা হয়, নিলামের ওয়েবসাইটে ওই সম্পত্তির তথ্য রয়েছে এবং সেখানে বলা হয়েছে, জ্যাকি চ্যানের পরিবার ২০০৭ সাল থেকে সেখানে বসবাস করছিলেন।
এতে আরও বলা হয়েছে, ছয়টি শয়নকক্ষসহ নয়টি কক্ষের এক হাজার ২১৭ বর্গ মিটারের ফ্ল্যাট দুটির বর্তমান বাজারমূল্য ১০০ মিলিয়ন ইউয়ান (৪.৯ মিলিয়ন ডলার)।