
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখ পাড়ায় জনপ্রিয় খেলা, গাদন খেলায় জোড়দিয়া একতা যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা থেকেই খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভীড় করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। এসময় তিনি বলেন, এ ধরনের খেলা গ্রাম বাংলার প্রাণ। এ অঞ্চলের মানুষের প্রাচীন খেলা গাদন খেলা। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে শেখ মোনায়েম হোসেন বলেন, সচরাচর এ ধরনের খেলা দেখা যায় না। তাই সকলেই অতি উৎসাহে খেলা উপভোগ করছে এত জাকজমকভাবে এ ধরেনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়।
খেলা শেষে প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়েছে। এ খেলায় (১–০)গাদনে জয় পায় জোড়দিয়া একতা যুব সংঘ দল। বিজয়ী দলের খেলোয়াড় ছিলেন, শেখ একলেছুর রহমান, শেখ সাগর হোসেন, শেখ শাহিন আলম, শেখ বাবুল হোসেন, শেখ মোকলেছুর রহমান, শেখ জয়নুর হোসেন। প্রতিযোগি দলের খেলোয়াড় ছিলেন, শেখ কামাল হোসেন, শেখ নাসির ইসলাম, শেখ শিমুল হোসেন, শেখ নাজির হোসেন, শেখ ইমন হোসেন, শেখ তরিকুল ইসলাম ছোট্টা। সমগ্র খেলা পরিচালনা করেন শেখ রবিউল ইসলাম।