
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের বদ্দীপাড়া জসিমউদ্দীনের দোকান হতে বিল কোলাস পর্যন্ত পানি নিস্কাশনের কাজ গায়ের জোরে বাধা দিয়ে বন্দ করে দিয়েছেন মৃত: নিয়ামত বদ্দীর পুত্র প্রভাবশালী নাসির বদ্দী, মুক্তার বদ্দীর পুত্র মো: মাসুম বদ্দী(২৮) মুস্তাকিম বিল্লাহ(১৯) মৃত: মোকছেদ বদ্দীর পুত্র মো:মুবারক বদ্দী(৫০)। (৫ মে) সরজমিনে গিয়ে দেখা যায় ( এলজিএসপি)( বিবিজি)-৩ প্রকল্পে ২০২০ হতে ২০২১,অর্থ বছরের উত্তর জোড়দিয়া জসিমউদ্দীনের দোকানের পার্শ হতে বিল কোলাস পর্যন্ত পানি নিস্কাশোনের জন্য পাকা ড্রেন নির্মাণ কাজে সরকারি বরাদ্দকৃত ৫০ হাজার টাকার কাজ প্রভাবশালী নাসির বদ্দী গায়ের জোরে বাধা দিয়ে বন্দ করে দিয়েছে বলে জানিছেন স্হানীয় জনপ্রতিনিধি মো: আব্দুর রাজ্জাক সহ এলাকার জনসাধারণ সংবাদ কর্মীদের এসব কথা জানান। (৫মে)সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকায় সংবাদ পরিবেশন করায়েছেন সাংবাদিকদের ভুল বুঝিয়ে ।মৃত: ফজর আলী বদ্দীর স্ত্রী বলেন সরকারি জাগায় আমাদের গাছ পরছে জনসাধারনের কাজের জন্য আমার কোন দাবী নাই এসব গাছের পড়ে সামনে বর্ষা মৌমুমী বৃষ্টি হলে আমাদের এলাকার পানি সব এই ড্রেন দিয়ে বিলে সর্বরাহ করে। বর্ষা মৌসুমের আগে পাকা ড্রেন করে তার উপর দিয়ে ইটের সোলীং করে দিচ্ছে আমাদের ইউপি সদস্য মো: আব্দুর রাজ্জাক জাতে করে আমাদের জেন বর্ষা কালে আর উটুনে পানি না থাকে। ফিংড়ী ভূমি বড় নায়েব জতিন্দ্র বাবু মো: আব্দুল মান্নানের কাছে নারকেল গাছ আম গাছ জাম গাছ আমড়া গাছ সহ মোট ১৮ টা গাছ হস্তান্তর করে রেখে দিয়েছে বলে জানিছেন। নাাসির উদ্দীনের বিরুদ্দে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করে উর্দ্ধতন কর্তৃপক্ষ এমন দাবী জানিয়েছেন এলাকাবাসী।