
শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া পশ্চিম পাড়ায় আট দলীয় জনপ্রিয় খেলা “গাদন” খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর ) বিকাল ৪টা থেকে ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া পশ্চিম পাড়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। আট দলীয় গাদন খেলার প্রথম রাউন্ডের শেষ খেলায় জোড়দিয়া একতা যুব সংঘ গাভা ইয়ং স্টার ক্লাবকে (৪-১)গাদন দিয়ে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। সোমবার বিকাল থেকেই খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উপভোগ করে ঐতিহ্যবাহী এই খেলাটি। খেলায় আগত দর্শনার্থী জোড়দিয়া দলের কোচ শেখ শরিফুল ইসলাম বলেন, এ ধরনের খেলা গ্রাম বাংলার প্রাণ। এ অঞ্চলের মানুষের প্রাচীন খেলা গাদন খেলা। ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে উৎসবের আমেজ সৃষ্টি হয়, সচরাচর এ ধরনের খেলা দেখা যায় না। তাই সকলেই অতি উৎসাহে খেলা উপভোগ করছি। মো: ফরহাদ হোসেন বলেন, এত জাকজমকভাবে এ ধরেনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়। খেলার আয়োজক যুব কমিটিরা বলেন, গ্রামবাংলার মানুষের খেলাধুলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এ ধরনের খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে। তারা আরো বলেন, এসব খেলার সঙ্গে নাড়ির সম্পর্ক রয়েছে। এসব খেলাধুলা বাঙালী জাতির ঐতিহ্য। অথচ গ্রামীণ খেলাধুলা ধরে রাখার জন্য সরকারী অথবা বেসরকারী পর্যায়ে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাই আমরা এলাকার কিছু যুবক ছেলেরা মিলে এ খেলার আয়োজন করেছি।উক্ত গাদন খেলার পরিচালক মো:রিজাউল হোসেন বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে এ খেলা অনুষ্টিত হয়েছে।