নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকাল ০৪টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম এর আয়োজনে সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভোমরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য প্রভাষক এম সুশান্ত, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
এ সময় জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সদরের ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। জেল হত্যা দিবস জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম।