
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধান ইমরান খান তার ‘জেল ভরো’ আন্দোলন থেকে সরে এসেছেন। পাকিস্তানের দুই প্রদেশের নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের এমন রায়ের পর বুধবার আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন ইমরান খান।
এক ঘোষণায় ইমরান খান বলেন, তার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ‘জেল ভরো’ আন্দোলন প্রত্যাহার ঘোষণা করছে। একইসঙ্গে দল এখন খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবের নির্বাচনে মনোযোগ স্থির করবে বলেও ঘোষণা দেন তিনি। ইমরান খান বলেন, সংবিধান বহাল রাখার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আজ (বুধবার) রায়ের মাধ্যমে আদালত সাহসিকতার মাধ্যমে সেটা করতে সক্ষম হয়েছে। পাকিস্তানে আইনের শাসন বহাল আছে এটা তার প্রত্যয়ন।
গত ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাবে ‘জেল ভরো’ কর্মসূচি পালন শুরু করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওইদিন কর্মসূচিতে উপস্থিত ২০০ এরও বেশি সমর্থক ‘কোর্ট অ্যারেস্টের’ মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে ভিন্নধর্মী এই কৌশল বেছে নেন ইমরান খান।
যে দুই প্রদেশে সুপ্রিম কোর্ট ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন সেখানে ক্ষমতায় ছিল ইমরান খানের দল ও জোট। সরকারকে চাপে ফেলতে ইমরান খানের এসব পরিকল্পনার মূল উদ্দেশ্য, দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে কেন্দ্রে ক্ষমতায় আসা, আবার প্রধানমন্ত্রী হওয়া। এ জন্য দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওপর পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে চাপ সৃষ্টি করতে চান তিনি। সূত্র: ডন