
সাতক্ষীরাঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে বিগত ২০ বছর যাবত স্বেচ্ছাসেবী সংগঠন ”
জেলেখালী ভাই ভাই সংঘ ” মানুষের সেবায় কাজ করে উপকূলীয় এলাকার মানুষের নজর কেড়েছে। এই স্বেচ্ছাসেবী সংগঠন টি উপকূলীয় এলাকায় দুর্যোগকালিন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতি বছর ৬ অক্টোবর জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে আসছে, ২০২৫ সালে ২০ বছর পূতি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই ধারাবাহিকতায়( ১৪ ই অক্টোবর মঙ্গলবার) বিকালে জেলেখালী ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পারমান্য( সার্ভেয়ার) এর নেতৃত্বে জেলেখালী ভাই ভাই সংঘের একটি প্রতিনিধিদল শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করে।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলে খালী ভাই ভাই সংঘের উপদেষ্টামন্ডলীর সদস্য মর্ডান ক্লিনিকের পরিচালক তপন কুমার বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউ পি সদস্যা নিপা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সুদর্শন কুমার ( বাপ্পী) সিনিয়র সদস্য সাংবাদিক এম এ রশিদ, কার্যনির্বাহী সদস্য বিশ্বজীৎ মন্ডল, শংকর সরদার সহ অন্যান্যরা।