প্রেস বিজ্ঞপ্তি: সাহিত্যঙ্গনকে উত্তরোত্তর আরো তরান্বিত ও সমৃদ্ধশালী করার প্রয়াসে ঋতু ভিত্তিক সাহিত্য অনুষ্ঠানের ধারাবাহিকতায় জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদ মিলনায়তনে গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে বর্ষকালীন সাহিত্য অনুষ্ঠান। জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. জামানের পরিচালনায় আলোচক ছিলেন কবি ও সম্পাদক গাজী শাহজাহান সিরাজ ও আবৃত্তি ও গল্পকার মনিরুজ জামান ছট্টু। এসময় উপস্থিত থেকে বর্ষার লেখা পাঠ করেন দিলারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর বাসার, মোসফিকুর রহমান মিল্টন, মো. মোজাম্মেল হোসেন, রফিকুল বারী, কামরুন্নাহার কচি, গুলশান আরা, নাজমুল হাসান, মাহফুজ শিকারী, খাইরুল বাসার, মনিরুজ্জামান মুন্না, হাফিজুর রহমান, প্রশান্ত কুমার, সালাউদ্দিন রানা, মো. রহমত উল্লাহ, রবিউল ইসলাম, নাসরিন নাজরানা বেবি, শেখ ফাহাদ মনিম, নুর জাহান, মারুফ হোসেন, ইউনুস সামাদ, সরদার এম এ মজিদ, শিরিন সিদ্দিকী, উসমান গণি, মো. ইউসুফ আলী, ইকবাল হোসেন প্রমুখ। উল্লেখিত আলোচক দ্বয় পাঠকৃত লেখার উপর আলোচনা- পর্র্যলোচনা করেন। অনুষ্ঠানের সাতক্ষীরা প্রয়ত কবি সাহিত্যিকদের প্রতি মাগফিরাত কামনা ও অসুস্থ্য কবি পল্টু বাশার, সালেহা আক্তার, নাজিম বিশ^াস, খালিদ হাসানসহ অসুস্থ্য সকল কবি সাহিত্যিকদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
জেলা সাহিত্য পরিষদের বর্ষাকালীন সাহিত্য অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট