প্রেস বিজ্ঞাপ্তি: জেলা সাহিত্য পরিষদের নব নির্বাচিত কমিটির শপৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টার শহরস্থ তুফান কনভেনশন সেন্টারে শপৎ বাক্য পাঠ করান জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ও বরিশাল শিক্ষাবোর্ডের (কলেজ) সার্বেক পরিদর্শক জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ প্রফেসর মোঃ আবু নছর। সংগঠনের নব নির্বাচিত সকল সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শপৎ অনুষ্ঠান শেষে ২য় পর্বে জেলা সাহিত্য পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোঃ মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে লেখা পাঠ করেন সংগঠনের জি,এম হুমায়ূন কবীর, রফিকুল বারী,এস এম নাজমুল হাসান, খাইরুল বাসার, ইকবাল হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, গাজী মনির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, মঞ্জুরুল হক, আব্দুর রব ওয়ার্ছী, মোঃ শহীদুর রহমান, মনিরুজ্জামান মুন্না, দিলরুবা বেগম, সালাউদ্দিন রানা, মনিরুজ্জামান ছট্ট প্রমুখ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ম, জামান।