স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীবৃন্দের অবসর ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ম্যানগ্রোভ মিলনায়তনে ভাতা প্রদান হয়। জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুকৃতি রায়, কৃঞ্চানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সদর উপজেলা সভাপতি মোমিনুল হক, অব: প্রধান শিক্ষক এবাদুল হক, কালিগঞ্জ কলেজের সহ-অধ্যাপক শ্যামাপদ দাসসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও ভাতাভোগীরা। এসময় সংগঠনের পক্ষ থেকে ৪৪ জন শিক্ষক-কর্মচারীকে বিভিন্ন অংকের মোট ২৩ লক্ষ ৯১ হাজার ৬০৭ টাকা অবসর ভাতা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সচিব গাজী মিজানুর রহমান।