নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িকতা, আগুন সন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, মমতাজ খাতুন মিরা,সাংগঠনিক সম্পাদক ছনিয়া পারভীন শাফলা,দপ্তর সম্পাদক তহামিনা ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাইমা সুলতানা, আফরিন খাতুন, লিমা, ঝর্ণা, নিলুফা, মনোয়ারা খাতুনসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।