নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসব ম‚খর পরিবেশে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ৫৫০) নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক ছাইফুল করিম সাবু, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, কেন্দ্রীয় বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক কমিটির কোষাধক্ষ্য আলমগীর হাসান, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় নবনির্বাচিত সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকা, সহ-সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সহ যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, সহ সাংগঠনিক খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, কার্যানির্বাহী সদস্য মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলামসহ নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে নব- নির্বাচিত নেতৃবৃন্দেরদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিস্টি মুখ করান সকল শ্রমিক নেতৃবৃন্দ।