
নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দরে ট্রাক প্রতি পণ্য খালাসের জন্য ৪০০ টাকা দাবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে তিন জন শ্রমিক-কর্মচারি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ট্রাক থেকে পণ্য ওঠানো ও নামানো বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটে পড়েছে স্থলবন্দরটি। পরে জেল প্রশাসন, পুলিশ সুপার ও সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকরা কাজে যোগদান করে।
ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, একটি ট্রাক থেকে পণ্য নামাতে শ্রমিকদের ৮০০ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে শ্রমিকরা ১ হাজার ২০০ টাকা দাবি করা হয়। এই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন চলছিল। শনিবার বিকেলে কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে শ্রমিকরা বাঁধা দেয়। এনিয়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে কর্মচারি ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। একটি ট্রাকের মালামাল নামাতে এক হাজার ২০০ টাকা দেওয়া না হলে শ্রমিকরা কাজ করবেনা বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।
এ ব্যাপারে ভোমরা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন ওরফে পানি ডাক্তার জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিএন্ডএফের এজেন্ট নেতৃবৃন্দের সাথে বিকেলে সভা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত, উভয় পক্ষ কাজে যোগদান করেছে।