নিজস্ব প্রতিবেদক: জেলার উন্নয়নে ২৪ দফা দাবি ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এঁর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে কমিটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় জেলার উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়েব হাসান বাবু, ফারহা দীবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমন্বয়হীনতার কারনে বিরাজমান দ্বন্দের সমাধান, জেলার জলাবদ্ধতা নিরসন, জেলা ও সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণ, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, রেল লাইন নির্মাণ, অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, সাতক্ষীরার সৌন্দর্য্য বদ্ধনে জেলার বিভিন্ন প্রবেশ দ্বারে স্মৃতিস্তম্ভ নির্মাণসহসহ সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৪ দফা দাবি ও সমস্যা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় এঁর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলার উন্নয়নে ২৪ দফা দাবি নামা স্মারকলিপি প্রদান করা হয়।