
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নামে বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষকে সভাপতি ও বিশ্বনাথ ঘোষকে সাধারণ সম্পাদক করে ৭৮ সদস্য বিশিষ্ট মনগড়া পকেট কমিটি গঠন করায় নবগঠিত ওই কমিটি বয়কট করে পলাশপোল পূজামন্দির কমিটি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত ৭ জুলাই পলাশপোল পূজা মন্দির কমিটির সহ সভাপতি বাবু অসিত মল্লিক ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক পত্রে ওই প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে- সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের নামে ৭৮ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে সেখানে নিজেদের ইচ্ছামত পছন্দের ব্যক্তিকে বিভিন্ন পদে আসীন করে মনগড়া কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে জেলা শহরে অবস্থিত অন্যান্য মন্দিরের নেতৃবৃন্দকে হেয় করে যে কমিটি গঠন করা হয়েছে তা ঠিক নয়। আমরা পলাশপোল পূজা মন্দির কমিটির পক্ষ থেকে জেলা শহরে অবস্থিত অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে মিলেমিশে পুনরায় কমিটি গঠন করার আহবান জানাই।